গোষ্ঠী কোন্দল যেন থামছেইনা জলঙ্গিতে। শুক্রবার অর্থাৎ আজ সাগরপাড়া থানার কাজীপাড়া এলাকায় জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জনসভা ছিল, সেই জনসভায় এসেছিল বিভিন্ন এলাকার মানুষ। সভা শেষ করে বাড়ি যাওয়ার পথে সাহেবনগর পঞ্চায়েতের সদস্য মজিবুর রহমানের উপর হামলা চালায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানের অভিযোগ সভা শেষ করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় রাস্তাতেই আটকায় ঐ অঞ্চলের অঞ্চল সভাপতি মুরসালিম বাবু। তারপরেই ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই সভাতে আসা পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানসহ তার স্ত্রীকে। ঘটনার খবর পেয়েই সাগরপাড়া থানায় পৌঁছায় জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক এবং ওই দুষ্কৃতীদের নামে থানায় অভিযোগ দায়ের করেন।