31 C
Kolkata
Friday, September 29, 2023
Homeবিদেশবিদেশি গাড়ির যথেষ্ট চাহিদা বাড়ছে ভারতের অটোমোবাইলে

বিদেশি গাড়ির যথেষ্ট চাহিদা বাড়ছে ভারতের অটোমোবাইলে

ভারতের অটোমোবাইলে এখন দেশের সঙ্গে সঙ্গে বিদেশি গাড়ির যথেষ্ট চাহিদা বাড়ছে তবে বিদেশী গাড়ি বাইরে থেকে আনতে গিয়ে খরচা পড়ে যাচ্ছে অনেকটাই বেশি, তাই দেশীয় গাড়ির সঙ্গে বিদেশি গাড়ির দামের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে আর এবার এই বিষয়টিকে সহজ করার পথেই হাঁটতে চলেছে ভারত সরকার বেশকিছু গাড়ি নির্মাতা সংস্থা দের জানিয়ে দেয়া হয়েছে তারা যদি ভারতে ব্যবসা করতে চাই সেই ক্ষেত্রে ভারতীয় তারা ব্যবসা করতে পারবে সমস্ত রকম সুযোগ-সুবিধা দেয়া হবে ভারতের পক্ষ থেকে বিদেশ থেকে গাড়ি আনার জন্য গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের কর কেটে নেয়া হয়, আর তাতে যথেষ্টই সমস্যায় পড়েছে গ্রাহকরা সঙ্গে বিদেশী গাড়ি নির্মাতা সংস্থা গুলি তারাও পড়েছে যথেষ্টই সমস্যায় তার কারণ ভারতের বাজার ধরতে তাদেরকে চড়া অংকে গাড়ি বিক্রয় করতে হচ্ছে আর এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তারা বেশকিছু গাড়ি যা ভারতের বাজারে বেশ চাহিদা রয়েছে কিন্তু অতিরিক্ত দাম থাকার কারণে মানুষ সেই সমস্ত গাড়ি কিনতে পারছিনা যেমন ল্যাম্বারগিনি ফারারি এই গাড়িগুলির অত্যন্ত চাহিদা রয়েছে ভারতে কিন্তু দাম এতটাই বেশি যে মধ্যবিত্তের একেবারে নাগালের বাইরে চলে যায় এই গাড়িগুলো কেনার জন্য,শুধু যে অতিরিক্ত দাম তা কিন্তু নয় এর পেছনে রয়েছে আরও অনেক বেশি সমস্যা প্রথমত দেশীয় গাড়ি গুলি কম টাকায় হওয়ার কারণে অনেক বেশি বিক্রয় হচ্ছে সুতরাং ইচ্ছে থাকলেও বিদেশি গাড়ির প্রতি ঝুঁকছেন না ভারতীয় নাগরিকরা, একই সঙ্গে ভারতের রাস্তাঘাট বেশ কিছু জায়গায় রাস্তাঘাট ভালো না থাকার কারণে বিদেশি গাড়ি কিনে ফেললেও সেই গাড়ি চালানোর মতো রাস্তা পাচ্ছেনা তাই যারা গাড়ি পছন্দ করেন তাদের অনেকেরই বক্তব্য একটু যদি করে ছাড় ভারত দেয় কিংবা ভারতে যদি সেই সমস্ত বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি তৈরি করে রপ্তানি শুরু করে সে ক্ষেত্রে গাড়ির দাম অনেকটাই কমে যাবে 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments