IED বিস্ফোরণে শহিদ পাঁচ CRPF জাওয়ান। নিহতদের মধ্যে মুর্শিদাবাদের এক জাওয়ানও রয়েছে তিনি ASI পদে কর্মরত ছিলেন। মাওবাদীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রথমিক অনুমান পুলিশের ছত্রিশগড়ে বিজাপুরে এই ঘটনাটি ঘটে CRPF এর ১৬৮ নাম্বার ব্যাটেলিয়ন তাদের গাড়ি করে এলাকায় তল্লশি চালাবার সময়ে বিস্ফোরণ ঘটে সেই সময়ে গাড়িতে মোট ৬ জন জাওয়ান ছিল। ঘটনায় আহত হয়েছে এক জাওয়ান। সেখানে বিধানসভায় ভোট রয়েছে ১২ নভেম্বর প্রথম দফা। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২০ নভেম্বর। তার আগ এই ঘটনায় চিন্তার ভাজ ছত্তিশগড়ে।