কাল ছিলো যারা রাজা, আজ তারাই অসহায়। গঙ্গা ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে জীবন অতিবাহিত করছেন সামসেরগঞ্জের ধানঘরা-হিরানন্দপুর এলাকার বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নীচে, কেউ বা ত্রিপলের নীচে কোনোরকমে বসবাস করছেন। কি খাবেন, কোথায় বা যাবেন? তা নিয়ে যখন অনিশ্চিতয়তাই ভুগছেন এলাকাবাসী তখন তাদের অসহায়ত্বের সময় সকাল-দুপুর-রাত্রিবেলা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছেন স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম। প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার রান্না করে প্রত্যেকের তাঁবুতে খাবার পৌঁছে দিচ্ছেন তারাই। মেনুতে ভাতের পাশাপাশি থাকছে সবজি থেকে শুরু করে মাছও। বিধায়কের এই উদ্যোগে বিপদের সময় দুমুঠো অন্ন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সর্বহারা মানুষগুলো। ছবি ও তথ্য – সামিম আক্তার ও পলাশ সিংহ