31 C
Kolkata
Thursday, September 28, 2023
Homeদেশধূমপান মুক্ত এলাকা এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলঙ্গি থানার সাদিখানদেয়ার হাসপাতালে...

ধূমপান মুক্ত এলাকা এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলঙ্গি থানার সাদিখানদেয়ার হাসপাতালে কনফারেন্স হলে

ধূমপান মুক্ত এলাকা এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলঙ্গি থানার সাদিখানদেয়ার হাসপাতালে কনফারেন্স হলে ।

BMOH ডঃ অমর ঘোষ বলেন, ধূমপান মুক্ত এলাকা এখানে ধূমপান করা আইনতন্ত্র নিয়ে অপরাধ । এই কর্মসূচি জেলা জুড়েই চলছে , সে মতো আমাদের সাদিখানদেয়ার হাসপাতাল কনফারেন্স হলে , শুক্রবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই কর্মসূচি মূলত সাধারন মানুষকে ধূমপান থেকে ও বিভিন্ন নিশা থেকে দূরে রাখতে আজকের এই প্রোগ্রাম । আজকের এই বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় ।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 141 নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ানের জলঙ্গি ক্যাম্পের সমস্ত বিএসএফ এবং জলঙ্গি থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও এস আই কার্তিক কুমার , BMOHডাক্তার অমর ঘোষ , টোবাক ডিস্ট্রিক্ট অফিসার থেকে শুরু করে আরো অনেকে ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments