ধূমপান মুক্ত এলাকা এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলঙ্গি থানার সাদিখানদেয়ার হাসপাতালে কনফারেন্স হলে ।
BMOH ডঃ অমর ঘোষ বলেন, ধূমপান মুক্ত এলাকা এখানে ধূমপান করা আইনতন্ত্র নিয়ে অপরাধ । এই কর্মসূচি জেলা জুড়েই চলছে , সে মতো আমাদের সাদিখানদেয়ার হাসপাতাল কনফারেন্স হলে , শুক্রবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই কর্মসূচি মূলত সাধারন মানুষকে ধূমপান থেকে ও বিভিন্ন নিশা থেকে দূরে রাখতে আজকের এই প্রোগ্রাম । আজকের এই বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় ।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 141 নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ানের জলঙ্গি ক্যাম্পের সমস্ত বিএসএফ এবং জলঙ্গি থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও এস আই কার্তিক কুমার , BMOHডাক্তার অমর ঘোষ , টোবাক ডিস্ট্রিক্ট অফিসার থেকে শুরু করে আরো অনেকে ।