36 C
Kolkata
Tuesday, May 30, 2023
Homeরাজ্যসাগরদীঘিতে পারিবারীক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী

সাগরদীঘিতে পারিবারীক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী

পারিবারীক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক।মৃত যুবকের নাম গোপাল ফুলমালী তাঁর বাড়ী সাগরদীঘির বোখারা গ্রামে বলে জানা গিয়েছে।পরিবার সুত্রে জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয় এবং সেই অশান্তি সাগরদীঘি থানা পর্যন্ত পৌছায়। পারিবারীক অশান্তির জেরে অভিমানে কীটনাশক খায় গোপাল ফুলমালী এবং স্থানীয়রা তড়িঘড়ি সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে গত রবিবার।এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।চিকিৎসারত অবস্থায় সোমবার রাত্রে মারা যায় গেপাল ফুলমালী নামের ঐ যুবক।আজ মৃতদেহ উদ্ধার করে সাগরদীঘি থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা মর্গে পাঠায়।গোপালের মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments