জঙ্গীপুর হাসপাতালে হাতেনাতে ধরা পড়লো মোটর সাইকেল চোর !
সাত সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে বেধড়ক পেটানো হলো এক যুবককে !মোটরবাইক আরোহী তারে মোটরসাইকেল রেখে ভেতরে রোগী দেখতে যাচ্ছিল ঠিক সেই সময় অন্য একজন সেই মোটরসাইকেল হটিয়ে নিয়ে যাচ্ছিলো ! মোটরসাইকেল হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে সেই যুবক !তাদের স্থানীয়রাই বেধড়ক তারপরে খবর দেয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে
জঙ্গীপুর হাসপাতালে হাতেনাতে ধরা পড়লো মোটর সাইকেল চোর
Sourceরাজ সেখ