Home রাজ্য গভীর রাতে ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু

গভীর রাতে ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু

জিয়াউর রহমান

0

ভয়াবহ পথ দুর্ঘটনা।৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির আহত হয় আরও এক।স্থানীয় সুত্রে জানা যায় নবগ্রামের আয়রাতে চলছে গ্রামীন মেলা ।সেই মেলা থেকে রাত ২ টার সময় মোটর বাইক করে সাগরদীঘি ফিরছিল দুই যুবক।সাগরদীঘির ধামুয়া এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে মোটর বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।রাত্রে ৩৪ নং জাতীয় সড়কে টহল দেওয়ার সময় সাগরদীঘি থানার পুলিশের নজরে আসে এবং পুলিশ আহত দুই যুবককে উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।চিকিৎসক একজনকে মৃত বসে ঘোষনা করেন এবং অন্য জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।মৃত যুবকের নাম মীরসাদ সেখ তাঁর বাড়ী সাগরদীঘির সন্তোষপুর গ্রামে বলে জানা যায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহ কুমা হাসপাতালে পাঠায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version