বহরমপুরে গাছ কাটতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু কাঠুরির
শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গাছ কাটতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক কাঠুরির। যদিও এখনও পর্যন্ত মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটছিলেন এক কাটুরি। কিন্তু হঠাৎই গাছ কাটার সময় আকস্মিক ভাবে তার গাছের মধ্যেই মৃত্যু হয় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর দুই ঘন্টার প্রচেষ্টায় দেহ নামাতে সক্ষম হয়। দেহ উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন