31 C
Kolkata
Thursday, September 12, 2024
Homeরাজ্যগৃহবধূকে শ্লীল*তাহা&নি ও খু*নের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

গৃহবধূকে শ্লীল*তাহা&নি ও খু*নের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

গৃহবধূকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

গৃহবধূকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি শহর বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সৌমেন দাসের বিরুদ্ধে। ধৃতকে রবিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে কান্দি থানার বাগডাঙা এলাকার এক গৃহবধূ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সৌমেন দাস কে গ্রেফতার করে।
একদিকে যখন আর জি কর কান্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য তখন কান্দি তে বিজেপি নেতার এ হেন আচরনের তীব্র আক্রমন সানিয়েছেন তৃনমূল কংগ্রেস কান্দি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস চ্যাটার্জি বলেন এটা বিজেপির কালচার। এই ধরনের জঘন্য কাজ বিজেপির নেতারা করতে পারে। আমরা অভিযোগকারীনির পাশে আছি। যদিও রাজনৈতিক চক্রান্ত বলেই সাফাই দিয়েছেন কান্দি শহর বিজেপির সভাপতি রাজেশ দাস। কি বলেছেন শুনুন

RELATED ARTICLES