31 C
Kolkata
Friday, September 29, 2023
Homeরাজ্যবেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণার ফাঁদে

বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণার ফাঁদে

এবারে বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন দেগঙ্গার শানপুকুরের বাসিন্দা। লোন পরিশোধ করার পরেও ব্যাংক থেকে বলা হচ্ছে তিনি লোনের টাকা দেননি। পাশাপাশি ব্যাংকের কর্মী প্রতি মাসে বাড়ি গিয়ে কিস্তির টাকা নিয়ে গেছেন। এই ঘটনায় লোন নিয়ে প্রতারিত হওয়ায় দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন সাগবাত আলী। শানপুকুরের বাসিন্দা সাগবাত আলির অভিযোগ ২১-০১-২০২০ সালে বেড়াচাঁপায় এক বেসরকারী ব্যাংক থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা লোন নিয়েছিলেন।প্রতী মাসে ৬০০০ টাকা করে ২৪ মাসের সেই লোন পরিশোধ করতে হবে।সাগবাত আলী ইতিমধ্যে ২৩ মাসের টাকা দিয়ে ফেলেছেন। ব্যাংকের দেওয়া পাস বইতে তার প্রমাণ রয়েছে। অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে ৬ মাস টাকা জমা দেওয়ার পরে তিনি ১৭ মাস টাকা জমা দেননি। ব্যাংকের কর্মী হিসেবে তার বাড়ি থেকে যিনি টাকা নিয়ে এসেছেন সেই ব্যক্তি ব্যাংকের কেউ নয়। তাকে ১৮ মাসের টাকা শোধ করতে হবে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন সাগবাত আলি।

বেসরকারি ব্যাংকের ম্যানেজার সঞ্জয় কুমার মন্ডল বলেন, সাগবাত আলীর বাড়ি থেকে যে ব্যক্তি ব্যাংকের নাম করে কিস্তির টাকা নিয়েছেন তিনি ব্যাংকের কর্মী নয়। পাশাপাশি তিনি কোন প্রতারণা চক্রে পড়েছেন এবং এই লোনের টাকা ব্যাঙ্কে এসে পরিশোধ করা কথা ছিল আমরা ব্যাংক থেকে কাউকে বাড়িতে পাঠাইনি। কোথাও একটা গোলযোগ হচ্ছে। পাশাপাশি একাধিক কিস্তির টাকা রবিবারে তোলা হয়েছে। বিষয়টি সাগবাত আলির ঘাড়ে দোষ চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাংক ম্যানেজার।এদিকে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments