দশ কেজি ওজনের ছানাবড়া তৈরি করে তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদ থানার হাসানপুর এলাকায় প্রীতিলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রবোধ হালদার। সে জানায়, কালী পূজো উপলক্ষে এই প্রথমবার এত বড় ছানাবড়া তৈরি করেছে। যার বাজার মূল্য তিন হাজার টাকা। সে আরো জানাই, বহরমপুর শহরে কোনো এক মিষ্টির দোকানে বড়ো মাপের ছানাবড়া তৈরি করতে দেখে শিখেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ মিষ্টি এবং চাইনিজ সিঙ্গারা তৈরিতে সুনাম রয়েছে তাঁর।