31 C
Kolkata
Thursday, September 28, 2023
Homeরাজ্যদেগঙ্গা:প্রয়াত হলেন গরিবের চিকিৎসক বিতান মুখার্জি

দেগঙ্গা:প্রয়াত হলেন গরিবের চিকিৎসক বিতান মুখার্জি

প্রয়াত হলেন গরিবের চিকিৎসক বিতান মুখার্জি।

দেগঙ্গা:প্রয়াত হলেন গরিবের চিকিৎসক বিতান মুখার্জি।বয়স হয়েছিল ৭৪।
২০২০ সাল থেকে টানা  দু’বছর  ২০০ থেকে ২৫০ জন করোনা রোগী দেখে দেগঙ্গার মানুষের কাছে ত্রাতা হয়ে উঠেছিলেন চিকিৎসক বিতান মুখার্জি। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেগঙ্গা বাজারে তাঁর চেম্বারে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে করোনা আকান্ত রোগীরা ছুটে এসেছেন।  চিকিৎসক বিতান মুখার্জির পরিষেবায় তারা সুস্থ হয়ে উঠেছেন।অবশেষে শনিবার গভীর রাতে নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শোকস্তব্ধ দেগঙ্গাবাসী। সাধারণের কাছে বিতানদা, বিতান কাকু, আবার কারোর কাছে বিতান ডাক্তার নামে পরিচিত ছিলেন। ৪৩ বছর ধরে দেগঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা দিয়েছেন।


অবশেষে শনিবার গভীর রাতে দেগঙ্গাবাসীর জন্য নেমে এলো গভীর অন্ধকার। যে মানুষটি কারোর কাছে বিতান দা, বিতান কাকু, আবার কারোর কাছে বিতান ডাক্তার নামে পরিচিত ছিলেন সেই মানুষটি আর নেই। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেগঙ্গা। ৪৩ বছর ধরে দেগঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা দিয়েছেন। শনিবার গভীর রাতে বারাসাতের বাসভব হৃদরোগে আক্রান্ত হন বিতান মুর্খার্জী। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়তো তিনি পদ্মশ্রী পদ্মভূষণ উপাধি পান নি।কিন্তু দেগঙ্গার মানুষ তাঁকে হারিয়ে হতবাক হয়ে গেছে। কারণ ডাঃ বিতান মুখার্জি মানে দেগঙ্গার উজ্জ্বল নক্ষত্র। তার পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান, দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ও উত্তর ২৪ পরগনা জেলার সমাজকর্মী এবং সমাজসেবীরা। দেগঙ্গার বাসিন্দ আব্দুল ওহাব বলেন করোনা কাল থেকে চিকিৎসক বিতান মুখার্জি যেভাবে মানুষের পরিষেবা দিয়েছেন আমাদের মনে হয়েছিল হয়তো তিনি নিজে করোনা আক্রান্ত। ঈশ্বরের কি কৃপা প্রতিমুহূর্ত শত শত করোনা আক্রান্ত রোগী তাঁর কাছে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।দিন রাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দেগঙ্গার মানুষের পরিষেবায় নিয়োজিত রেখেছিলেন নিজেকে।আজ সেই ব্যস্ত মানুষটি আর নেই শুনে বিশ্বাস হচ্ছে না। দেগঙ্গার মানুষ এক উজ্জ্বল নক্ষত্র কে হারিয়েছে একথা রবিবার সকাল থেকে আবাল বৃদ্ধা বনিতা সকলের মুখে মুখে। ছবি ও তথ্য – সেখ রাজিব

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments