বালি ঘাট নিয়ে বিবাদ, মুর্শিদাবাদের ভরতপুরে দুস্কৃতিদের বোমায় হাত উড়ে গেল এক ব্যাক্তির
বালি ঘাট নিয়ে পুরাতন বিবাদের জেরে বোমা মেরে খুনের চেষ্টা এক ব্যাক্তিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে। দুস্কৃতিদের ছোড়া বোমায় হাত উড়ে যায় লালু সেখের। আহতকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকজন।
এদিন পাঁচথুপি থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামে নিজের বাড়ি ফিরিছিল লালু সেখ। বাড়ির কিছুটা আগে দুস্কৃতিরা তাকে ঘিরে ধরে বোমা মারে। ঘটনায় আক্রান্ত ব্যাক্তি অভিযোগের আঙ্গুল তুলেছে আশাদুল সেখ, মিঠু সেখ, সাইরুল সেখ মোট ৫ জনের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। ছবি ও তথ্য – শোভন ব্যানার্জী