ফিডার ক্যানেল থেকে অবৈধভাবে ট্র্যাক্টরে মাটি কাটার প্রতিবাদ ও ধুলোর জ্বালায় অতিষ্ঠিত হয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লস্করপুর গ্রামে। ট্রাক্টর বন্ধের দাবিতে ট্রাক্টর আটকে দফায় দফায় বিকক্ষোভ দেখান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন লস্করপুর ফিডার ক্যানেলের ধার থেকে অবৈধভাবে ট্র্যাক্টরে করে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে। গ্রামীন এলাকার মধ্য দিয়ে শয়ে শয়ে ট্রাক্টর চললেও নীরব ভূমি সংস্কার দপ্তর। ধুলোর জ্বালায় অতিষ্ঠীত হয়ে উঠলেও মাটি মাফিয়া এবং ট্রাক্টর চালকদের দৌরাত্ব বেড়েই চলেছে। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ট্রাক্টরের অত্যাচারে ছোট ছোট শিশুরা স্কুলে পর্যন্ত যেতে পারছেন না। সোমবার ঠিক তারই প্রতিবাদে কয়েকশো ট্রাক্টর আটকে রেখে বিকক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে ট্রাক্টর বন্ধের দাবিতে সরব হয়েছেন আমজনতা।