বাগডোগরায় যাত্রীবাহী বেসরকারি বাসের চাকায় পৃষ্ট হয়ে জখম যাত্রী,চাঞ্চল্য
শনিবার বাগডোগরায় যাত্রীবাহী বেসরকারি বাসের চাকায় পৃষ্ট হয়ে জখম এক যাত্রী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন যাত্রীবাহী বেসরকারি বাসটি কিষণগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দ্যেশে আসছিল। সেই সময় বাগডোগরায় সিগন্যালে বাসটি দাঁড়িয়ে পড়ে। এবং বাস থেকে নামতেই রাস্তায় পড়ে এক যাত্রী। বাস চলতেই যাত্রীকে পৃষ্ট করে যাত্রীবাহী বাসটি। এরপর তরীঘরী বাগডোগরা ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা জখম যাত্রীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে এই ঘটনার পরেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।