সীমান্তবর্তী এলাকায় টোটো উল্টে আহত দুজনকে নিজেদের গাড়িতে করে হাসপাতালে পৌঁছাল বিএসএফ।
সীমান্তবর্তী রাণীনগরের কাটাবাড়ি বাজার থেকে 150 মিটার দূরে রাজানগর 117 BN bsf ক্যাম্প এর কাছে একটি টোটো গাড়ী প্রায় বিকেল 3 টে 15 মিনিট নাগাদ একটি দুর্ঘটনার সম্মুখীন হয়, টোটো গাড়িটি উল্টে যায়। যাতে দুই মহিলা যাত্রী তাদের মাথায় গুরুতর ভাবে আঘাত পান।
আহত যাত্রীদের নাম শাহিদা বিবি, বয়স 40 বছর এবং তার মেয়ে সামিমা আক্তার বয়স 19 বছর। তাদের বাড়ি রাণীনগর থানার রাজাপুর এলাকায়।
BSF ঘটনাটি জানতে পারলে তড়িঘড়ি বিএসএফের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অবিলম্বে বিএসএফের গাড়িতে করেই রাণীনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে আহতদের।