31 C
Kolkata
Friday, September 29, 2023
Homeবিনোদনবঙ্গভূষণ এ না করলেন অমর্ত্য সেন

বঙ্গভূষণ এ না করলেন অমর্ত্য সেন

বঙ্গভূষণ এ না করলেন অমর্ত্য সেন, অমর্ত্য সেনের মেয়ের বক্তব্য জীবনে অমর্ত্য সেন অনেক রকম সম্মান পেয়েছেন, এই বঙ্গভূষণ অন্য কাউকে দেওয়া হোক এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অমর্ত্য সেনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বলা হয় বঙ্গভূষণ তাকে দেওয়া হচ্ছে সেই সময়ে অমর্ত্য সেন জানিয়ে দিয়েছিলেন তিনি জুলাই মাসে থাকছেন না সেই কারণে এই বঙ্গভূষণ সম্মান তিনি নিতে পারবেন না আর এই নিয়েই শুরু হয়েছে জোর তরজা, অনেকে অমর্ত্য সেনের এই সম্মান না নিয়ে তাকে প্রত্যাখ্যান হিসেবেই দেখছেন অনেকে আবার অনেকে অমর্ত্য সেনের এটি উদারতা বলে বলছেন, অমর্ত্য সেন না নিলে এই সম্মান অন্য কেউ পাবে, রাজ্য সরকারের তরফ থেকে বঙ্গভূষণ দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা,শিক্ষাবিদ পবিত্র সরকার থেকে শুরু করে কবি জয় গোস্বামী প্রত্যেকেই তারা নিজের নিজের বক্তব্য রেখেছেন এই বিষয় নিয়ে

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments