অঞ্চল সভাপতি করার নামে ছয় লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল তৃণমূল দলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার অন্তর্গত জলঙ্গি ব্লক উত্তর জোনে। জানাযায় জলঙ্গি ব্লক এর খয়রামারি অঞ্চলের প্রাক্তন প্রধানের স্বামী রফিকুল ইসলাম বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ সরকারকে ৬ লক্ষ ১৮ হাজার টাকা দেয় বলে অভিযোগ রফিকুল ইসলামের। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন অঞ্চল সভাপতির তালিকায় তার নাম না আসলে , টাকা ফেরৎ চাইতে গেলে ব্লক সভাপতি বিভিন্ন রকম হুমকি দেয় । এমনই অভিযোগ তুলে বিষ্ণপদ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।

যদিও ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের সাথে যোগাযোগ করতে চাইলে । তিনি অফ ক্যামেরায় বলেন মিথ্যা অভিযোগ, অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াই হবে। এই ঘটনা জলঙ্গির রাজনীতিতে শুরু হয়েছে চাপাউতোর