অবৈধভাবে দালাল মারফত টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার অভিযোগে বাংলাদেশ সীমান্তরক্ষীর হাতে আটক হওয়া তিনজন ভারতীয় নাগরিককে আজ পুনরায় দেশে ফেরালো দুই দেশের যৌথ-প্রশাসন। জানা যায়, নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায় দুই দেশের যৌথ প্রশাসনের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হয় তিনজন ভারতীয় নাগরিককে। ফেরত আশা ভারতীয় নাগরিকদের বাড়ি হাবরা থানা এলাকায় বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে একটি কিশোরসহ অপর দুজনকে গত দু’বছর ধরে বাংলাদেশ কারাগারে নিক্ষেপ করে ওই দেশের প্রশাসন। এরপর উভয়ে দেশের প্রশাসনের উদ্যোগে আজ ফেরত তাদের নিজের দেশে ফিরিয়ে আনা হয়। এই দিন উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকরা সহ কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা