সুপ্রাচীন কাল থেকেই পৌষ মাসের শনি ও মঙ্গল বার কিরিট মায়ের পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সামগমেই এই মেলার আয়োজন ঘটে ,,,
পৌষ মাসের প্রথম শনি বার প্রত্যেক বছরের মতো এই মেলার শুভ উদ্বোধন সম্পুর্ন হলো ,,
এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল,
DMDC লালবাগ শ্রী আশীষ রায়,নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার অমিত ভকত ও মেলার সম্পাদক বাপি দাস ,সহ মন্দির কমিটির সকল সদস্য রা ,,
মেলাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নবগ্রাম থানার পক্ষ থেকে মেলায় নিয়মিত পুলিশ ক্যাম্প সহ থাকছে পুলিশি নিরাপত্তা থাকবে অতিরিক্ত পুলিশ।
ভক্তদের সকল প্রকার সাহায্যের জন্য থাকবে পুজো কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী,