“মিমকে একটাও ভোট নয়। মিমিকে ভোট দেওয়া মানেই সাম্প্রদায়িক দল বিজেপির হাত শক্ত করা। এলাকার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থীকে জয়ী করতে হবে।” ভরতপুরের ঐতিহাসিক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথায় বললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান। পাশাপাশি তিনি আরও বলেন,” গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্থীকে জয়ী করেছিলেন। করোনা,আমফানের মত বিপর্যয়েও বিধায়কের দেখা মেলেনি এলাকায়। আমরা মানুষের পাশে থাকেছি, আগামী দিনেও থাকবো। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে ভরতপুরের মানুষকে।”
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার সেই লক্ষ্যে ভরতপুর থানার সামনে ভরতপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে একটি ঐতিহাসিক কর্মী সভার আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। উপস্থিত হয়েছিলেন দলের জেলা সভাপতি আবু তাহের খান, বিধানসভার কোওর্ডিনেটর আজাহার উদ্দিন সিজার,শাশ্বত মুখার্জি সহ একাধিক নেতৃত্ব। ব্লকের বিভিন্ন এলাকা থেকে সভায় উপস্থিত হয়েছিলেন হাজার পাঁচেক কর্মী। সভায় বক্তব্য রাখতে উঠে নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্য, রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প এলাকার মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি, কর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া দেয় আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর জয় নিশ্চিত করতে। ছবি ও তথ্য – শোভন ব্যনার্জী