ভারত নেপাল সীমান্ত থেকে লক্ষাধিক নেপালী টাকা ও মাদকদ্রব্য সহ গ্রেফতার এক
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গৌড়সিং জোতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার মাদক সহ গ্রেফতার একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম সন্তোষ ঘোষ(৩৪)। সে গৌড়সিং জোতের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ২০গ্রাম ব্রাউন সুগার, ৪৫ বোতল কাফ সিরাপ, চারচাকার গাড়ি ও নেপালী ১ লক্ষ ১৮হাজার ৩০০টাকা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।