নকশালবাড়িতে চোলাই মদ ও চোলাইয়ের সামগ্রী নষ্ট করল নকশালবাড়ি থানার পুলিশ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির হাতিঘিসার জমিদারগুড়ি এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর সেখান প্রচুর পরিমাণ চোলাই মদ ও চোলাইয়ের সামগ্রী নষ্ট করে। তবে পুলিশি অভিযান বুঝতে পেরে পালিয়ে যায় চোলাই মদ কারবারীরা। এই বিষয়ে নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এক হাজার লিটার চোলাই ও চোলাইয়ের সামগ্রী নষ্ট করা হয়েছে। এবং চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।